Friday, September 14, 2012

মাঝে মাঝে খুব ভিজতে ইছে


মাঝে মাঝে খুব ভিজতে ইছে করে  
ইছে করে গলা ছেড়ে গাইতে একটা গান , 
ইছে করে তোমার আদরে নিজেরে জড়িয়ে ভিজিয়েনিতে এটি প্রাণ।

ফোঁটা ফোঁটা  জল যখন গড়িয়ে পরে ওপর থেকে নিচে-
 অজান্তেই কাঁদতে পারি আমি তোমার  দিকে  চেয়ে। 

তুমি তখন অর্ধচেতন আলগা  হাতটি  ধরে ,
চলেছিলে আপনমনে লালদিঘিটির পারে -
গুমরে  ওঠা  যন্ত্রনাটা বাঁধ ভাঙ্গলো যেই ,
হুর্মুরিয়ে বজ্রাঘাতে পড়ল এসে সেই। 

বৃষ্টি  বলে আমিতো  আছি , দুঃখ  এত কীসের ?
হাসতে হাসতে কেঁদেছিলেম  বিন্দুকণায় ভেসে। 

তখন  তুমি  অনেকটা দূর , অনেক  কথার ফাঁকে -
ভাবতে  ভাবতে হারিয়ে  গেছো দিগন্ত দিনান্তে।


তাই মাঝে মাঝে খুব ভিজতে ইছে করে,
  আকাশের হাড়ভাঙ্গা ওই  একালসেরের মাঝে .....



No comments:

Post a Comment