Saturday, September 22, 2012

চুরি তবু চোর নই

হঠাতি খুঁজে পেলাম চেনা ছবি 
 আমারি কোলে আমারি রবি 
আঁকিবুকি কাটা ছোট্ট  হাতে 
কবে যেন ভরিয়া ছিল সে আঁকাতে 

চুরি করে হায় ভরিলে সে তুমি 
কোন সে গন্ধে মাখা হাত খানি ?

হায়রে যুগ, হায় যুগান্তর 
পড়বি  পর  রবির হাত ধর 

এমনি কপাল ঘোর দুর্ভোগ 
ঘাঁটিতে ঘাঁটিতে আমারি চোখ 
দেখি কত চেনা অক্ষর -
এঁকে বেঁকে যায় অন্য সাক্ষর 

না বলিয়া কিছু নেওয়া ই অপরাধ 
শুনেছিলেম বলেছিলেন বিদ্যাসাগর মশাই 
আজকের পাল্টা উল্টো জগত হাসে সেই দিনকার ভাষায় 
বলিয়া করাই এখন ঘোরতর অপরাধ।

তাই দিনকাল ভুলিয়া সে হাল 
নাচিতে ও নাচতে থাকে 
নিজেরই ভবিতব্য আকাল .......





No comments:

Post a Comment