Tuesday, September 18, 2012

হে শিক্ষক !

                লহো প্রনাম , করো জাগরিত .. অশিক্ষিত সবে , শিক্ষার আড়ালে ..

                   আজি ধরণী আসমান ভরি .. দুষিত কলুষিত মনুষ্যজাতি ..

                     করো সুধ্য, সুদ্ধিকরণ , তোমার জজ্ঞানের ভান্ডারে।

         শিশুকাল থেকে জেনেছি জগত , সংসার আর কিছুটা পুরান, জ্ঞান বিজ্ঞানের প্রসারে ...

  
                এ সবই দান আমাদের প্রাণ, করি প্রসারিত জীবন সাগরে।


   যা কিছু শিখেছি, জেনেছি, বুঝেছি - করি তারে হাতিয়ার , এ  জীবনের নিত্য নতুন সংগ্রামে -

  তবে বারে বার আজ পথ ফিরে চাই, কথায় যেন কিছু তাহা নাই, ভাবিয়া মরি, হাসিয়া চলি, 
                            
                                বর্তমান প্রজন্মের সমাজ কে।

    তাই করি আহবান, সেই শিক্ষা, সেই সুর - হে শিক্ষক, এদের হতে আজ তুমি বহু দূর।

         গাঁথিয়া যে মালা রচিয়াছো ভুবনে, তাই যেন পারি দিতে অশিক্ষার হৃদয় এ।

   আজি এ মহা শুভলোকে, করিয়া প্রনাম আপনাদিগের পদতল্লাতে, জানাই  শ্রদ্ধ্যা ভরিয়া প্রনাম।

                             তুমিই দিয়াছ মোদের শ্রেষ্ঠ্ সম্মান। 


L

1 comment: