Tuesday, December 31, 2013

বছর শেষে

বিহন্জ্ঞ তুমি শিকল বাঁধা পাখী -
বিহন্জ্ঞ তুমি ডানা ছাঁটা যাত্রী -

কি পেয়েছো এই একটা বছরে ?
কোথায় গিয়েছ এই ৩৬৫ দিনে ?
কাদের শুনেছ এই ২৪ টা  মাসে ?

শুধু বুক ভেজা কান্না আর নিঃশব্দ ঝড়জল 
পাগল পরিবেশে ধীর স্থির একরাশ গম্ভীর বাতাস 
হু হু করা শীতল আমেজ আর বরফ জমা হৃদয় 
কী ভাবছো
বিহন্জ্ঞ -থাকবে না শেষ রসদে উড়ে যাবে ?

অনেক স্মৃতি , অনেক গন্ধ , অনেক অনেক পরিচিতো
ভেঙ্গে শেষ জমা জঞ্জাল , বাইরে শুধু পাহাড়স্তুপ

শেষবার বলি - গুঁড় হয়ার আগে উড়ে যেও যেটুকু জীবন সঞ্জিবনী 

পরে থাকবে তুমি শুকনো লঙ্কার মতো রাস্তার এধারে ওধারে।
পাশ ফিরেও দেখবেনা কেউ , চোখ বেয়েও নামবেনা জল
শুধু বৃথা আশায় বাঁচেনা কেউ ... বাস্তব বরই কঠিন
জীবন যখন হার মানে কালো পাহাড়ের কাছে , পেতেও পারো সবুজ পাতা একান্ত গোপনে -

ভালো থেকো 
বিহন্জ্ঞ এই নতুন বছরে ,
ভালো রেখো বিহন্জ্ঞ এই নতুন  সমাজ  কে ,
ভালো চেও 
বিহন্জ্ঞ এই শুন্য সংসারে ,
ভালো কিছু করে যেও জীবনের দিনান্তে .....

No comments:

Post a Comment